শিরোনাম

South east bank ad

বকশীগঞ্জে বাল্যবিয়ে বন্ধে তৎপর ইউএনও মুনমুন জাহান

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধারারচর গ্রামে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩রা অক্টোবর) রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের আলী আকবরের নবম শ্রেণীতে পড়ুয়া কন্যাকে বাল্য বিয়ে দিচ্ছিলো পরিবার। এমন সংবাদ পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা। পরে মেয়ের বয়স কম হওয়ায় মেয়ে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা বলেন, খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এছাড়া কনে পক্ষকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা ও ছেলে মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: