শ্রীবরদী ও নালিতাবাড়ীতে র্যাবের অভিযানে ৩টি তক্ষকসহ গ্রেফতার-৪
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩টি জীবিত তক্ষকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ অক্টোবর শনিবার দুপুর ও বিকেলে পৃথক ওই অভিযান চালায় র্যাব-১৪ (জামালপুর-শেরপুর)।
গ্রেফতারকৃতরা হচ্ছে তক্ষক ব্যবসায়ী নালিতাবাড়ী উপজেলার ভুরুঙ্গা গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে মো. শামীম মিয়া (৪০), শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে মো. হাবিবুর রহমান (৫২) ও একই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে জাকারিয়া হাবিব (৪৩) এবং সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছয়ঘড়িপাড়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মো. জালাল উদ্দিন (৫৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা সঙ্গীয় ফোর্সসহ শনিবার দুপুর ১টার দিকে নালিতাবাড়ী উপজেলার বাদলাকুড়া গ্রামে অভিযান চালায়। ওইসময় ১টি তক্ষকসহ অবৈধ তক্ষক ব্যবসায়ী মো. শামীম মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামে অবৈধ তক্ষক ব্যবসায়ী হাবিবুর রহমানের বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। ওইসময় ২টি তক্ষকসহ ব্যবসায়ী মো. হাবিবুর রহমান, জাকারিয়া হাবিব ও মো. জালাল উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
ধৃত তক্ষক ব্যবসায়ীরা র্যাবের কাছে স্বীকারোক্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত তক্ষক ৩টির আনুমানিক মূল্য ১ কোটি টাকা হবে। তারা দীর্ঘদিন ধরে শেরপুর জেলার বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী তক্ষক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই ঘটনায় নালিতাবাড়ী ও শ্রীবরদী থানায় ধৃত ৪ তক্ষক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৭২ বন আইন (সংশোধিত ২০০০) এর ২৬ (১) ধারায় বনপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) ২০১২, ৬ (১)/৩৪ (খ) ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সেইসাথে তাদের স্ব-স্ব থানায় সোপর্দ করা হয়েছে।