রাজাপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগ
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি খান মুশফিকুর রহিম আশিকের নামে তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
উত্ত্যক্তের স্বীকার ওই তরুণী নিজেই রোববার দুপুরে রাজাপুর থানায় এ অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মুশফিকুর রহিম আশিক বিভিন্ন সময় মোবাইলে উত্ত্যক্ত করতো। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুনরায় কল দিলে তাকে আর ওই নম্বরে কল দিতে নিষেধ করে তরুণী।
এসময় অপর প্রান্ত থেকে প্রাণ নাশসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় আশিক। আইনী ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর থানায় অভিযোগ দায়ের করে।
মুশফিকুর রহিম আশিক রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি পদে দায়িত্ব রয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এসএম আল আমিন।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এক তরুণীকে উত্যক্তের অভিযোগ পেয়েছি মুশফিকুর রহিম আশিকের বিরুদ্ধে। বিষয়টি তদন্ত করে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।