শিরোনাম

South east bank ad

রাজশাহীতে শো-রুম থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার, গ্রেফতার ২

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী মহানগরীতে ওয়ালটন টিভির শো-রুম হতে টিভি চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে চুরি যাওয়া টিভি উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মো. বাবর আলী খলিফার ছেলে মো. জনি (৩৫) ও জেলার গোদাগাড়ী থানার সহরাগাছা বাইপাস মোড়ের মো. খায়ের উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২১ সকাল পৌনে১০ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বাজারে অবস্থিত ওয়ালটন মোটরসাইকেল ও টিভির শো-রুম হতে প্রায় ২৮০০০ টাকা মূল্যের একটি ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি চুরি হয়। উক্ত শো-রুমের মালিক মো. সালাহউদ্দিন চঞ্চলের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজু পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট বাজার থেকে আসামি জনিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জনির দেওয়া তথ্যমতে গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে রবিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় অপর আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় আসামি মিজানের দোকান হতে চুরি যাওয়া টিভি উদ্ধার করা হয়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, গ্রেফতারকৃত আসামি মো. জনির বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: