শিরোনাম

South east bank ad

মধ্যরাত থেকে ২২ দিনের অভিযান শুরু

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ রক্ষার অভিযান। প্রজনন মৌসুমে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সে জন্য সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ সংগ্রহ, সরবরাহ, মজুদ, পরিবহন ও বিপণনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযান বাস্তবায়নে ভোলার জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সম্মিলিতভাবে কাজ শুরু করেছে। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় অভিযান চলাকালিন সময়ে জেলেরা চরম বিপাকে পড়েছে।

এদিকে আগস্ট-সেপ্টেম্বর দুই মাস ইলিশের ভরা মৌসুম হলেও এবছর জেলেদের জালে মেলেনি কাঙ্ক্ষিত ইলিশ। সেপ্টেম্বর শেষের দিকে কিছুটা ইলিশের দেখা মিললেও অভিযানের খবরে তাদের কপালে দেখা দিয়েছে দুঃশ্চিতার ভাজ। পুরো বছর অভাব অনটে দিন কাটলেও শেষ সময়ে ইলিশের দেখা মেলায় কিছুটা স্বস্তি এসেছে তাদের মনে। কিন্তু তাও স্থায়ী হয়নি। এবছর এক ধার দেনার মধ্য দিয়েই অতিবাহিত হবে জেলেদের।
কি ভাবে মহাজনের দাদনের টাকা ও ঋন পরিশোধ করবে তা নিয়ে পড়েছেন চরম বিপাকে রয়েছে তারা। জেলেদের অভিযোগ সরকার জেলেদের জন্য যে চাল বরাদ্ধ দেয় তাও সঠিক ভাবে পায় না তারা।

সদর উপজেলার কাচিয়া কাঠিরমাথা মাছ ঘাটের শাহে আলম মাঝিসহ ৫-৭ জন জেলে জানান, দেড় মাস নদীতে মাছ ধরে ৮ হাজার টাকা ভাগে পেয়েছি। সরকার অভিযান দেয়ায় আমরা নদী থেকে উঠে এসেছি। এখন কি দিয়ে ধারদেনা পরিশোধ করবো তা জানি না।
ভোলার তুলাতুলি মাছ ঘাটের বশির মাঝিসহ একাধিক জেলে জানান, এবছর সরকার অভিযান দিছে তাই আমরা জাল ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদী থেকে উঠে এসেছি। আমরা সরকারের আইন মানি। কিন্তু সরকার আমাদের জন্য অভিযানকালিন সময়ে যে চাল বরাদ্দ দেয় তা ঠিকমতো পাই না।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, মা ইলিশ রক্ষার অভিযান সফল করতে ভোলা মৎস্য বিভাগসহ প্রশাসন ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছেন। অভিযান সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রচার প্রাচারনা চালানো হয়েছে।
জেলেরা যাতে নদী না যায় তার জন্য সরকার ইতো মধ্যে ১ লক্ষ ৩২ হাজার নিবন্ধিন জেলেদের মধ্যে ২০ কেজি হারে ২ হাজার ৬৪০ মেট্রিক টন চাল বরাদ্ধ দিয়েছে।

তিনি আরো জানান, কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে গেলে সর্ব নিন্ম সাজা ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছর অথবা ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: