নেত্রকোণায় বিজিবি’র পৃথক পৃথক অভিযান
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর এলাকায় পৃথক পৃথক অভিযানে ৬ লক্ষ ৬৬ হাজার ৩ শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় গরু, শিং মাছ ও সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল০২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলায় অবস্থিত লেংগুড়া বিওপতে কর্মরত নায়েব সুবেদার মোঃ জহির উদ্দিন সরকার এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭০/৮-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী নামক স্থান থেকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০২ টি ভারতীয় গরু জব্দ করা হয়।
অন্যদিকে একইদিনে রাত সাড়ে ১০ টায় জেলার দুর্গাপুর উপজেলার ১নং কুল্লাগড়া ইউনিয়নে অবস্থিত বিজয়পুর বিওপিতে কর্মরত হাবিলদার সোহাগ মাহমুদ এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৫২ এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সমেশ্বরী নদী এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৬ টি প্লাস্টিকের বালতিসহ ৭৮৪ কেজি বাংলাদেশী শিং মাছ এবং ০২ টি ডিংগী নৌকা জব্দ করা হয়।
এছাড়াও ওইদিন রাত সাড়ে ১১ টায় দূর্গাপুর উপজেলার ভরতপুর বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ আবুল আলম চৌধুরী এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬৬ এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশর অভ্যন্তরে গাজীরকোণা নামক এলাকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭৫০ কেজি বাংলাদেশী সুপারি জব্দ করা হয়।
জব্দকৃত শিং মাছ কাষ্টমস কর্মকর্তার উপস্থিতিতে তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রয় করা হয় এবং গরু ও সুপারি নেত্রকোণা কাষ্টম অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কোন চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।