আন্তর্জাতিক পরিবেশ সম্মাননা পেলেন বরগুনার রফিকুল ইসলাম মন্টু
এম.এস রিয়াদ, (বরগুনা) :
উপকূলবাসীর জীবনমান, অধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু স্টোরি টেলার ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারে ভূষিত হয়েছেন।
বিভিন্ন ক্যাটাগরিতে চলতি বছরে বিশ্বের ৯ জনকে "People of Nature Award 2021" প্রদান করা হয়৷ এতে বাংলাদেশের রফিকুল ইসলাম মন্টু স্টোরিটেলার' ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হন৷
দীর্ঘদিন তিনি উপকূল নিয়ে নিবিড়ভাবে কাজ করা, উপকূলের মানুষের গল্পগুলো দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরে আসছেন। বিষয়টি We Naturalists-এর নজরে পড়ায় পুরস্কারের জন্য গঠিত বিচারকমন্ডলী 'স্টোরিটেলার' ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত করেন৷
পহেলা অক্টোবর রাতে ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়৷ তবে অনুষ্ঠানের আগেই পুরস্কারের ট্রফি, সনদ এবং প্রাইজ মানি ১ হাজার ইউএস ডলার পুরস্কারপ্রাপ্তদের কাছে প্রেরণ করা হয়৷
রফিকুল ইসলাম মন্টু বলেন- প্রথমবারের মতো পাওয়া আমার এ আন্তর্জাতিক সম্মাননা বাংলাদেশের উপকূলবাসীর প্রতি নিবেদন করলাম। সেই সাথে এমন সন্মাননা আমাকে আমার কাজে আরও গতি এনে দেবে বলে বিশ্বাস করি।