রাবি ক্যাম্পাসে রাতের আঁধারে শিবিরের প্রচারণায় শঙ্কা-আতঙ্ক
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন ৪ অক্টোবর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সক্রিয় হতে শুরু করেছে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ইসলামী ছাত্র শিবির। শুক্রবার (০১ অক্টোবর) রাতের আঁধারে চারুকলা অনুষদ এলাকায় সীমানা প্রাচীরের চিত্র নষ্ট করে সংগঠনটির দেয়াল-লিখন লক্ষ্য করা গেছে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের নাশকতার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শনিবার সকালে চারুকলা অনুষদের সীমানা প্রাচীরের দেয়াল চিত্রগুলোর ওপর শিবিরের লেখা দেখতে পান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এসময় তারা ছবি তুলে সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ করেন। পরে সরেজমিনে গিয়েও এই চিত্র লক্ষ্য করা গেছে। এই ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক সিদ্ধার্ত শঙ্কর তালুকদার বলেন, আমি বিষয়টি এখনও দেখিনি। তবে যারা এই কাজটি করেছেন তা অত্যন্ত গর্হিত কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধি ও শিল্প-সংস্কৃতি ধারণের উদ্দেশ্যে চারুকলার দেয়ালে আমাদের শিক্ষক-ছাত্ররা এগুলো এঁকেছেন। এগুলো নষ্ট করা ঠিক নয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন মেসে থাকছেন। এই সুযোগে রাতের আঁধারে শিবির এই কাজটি করে গেছে। তবে আমরা নির্দেশ দিয়েছি যেন বিশ্ববিদ্যালয়ে তারা কোনো ধরণের নাশকতা না করতে পারে।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, বিষয়টি আমি শুনেছি। উপাচার্য মহোদয়ও বিষয়টি বিশেষভাবে দেখতে বলেছেন। ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষার পরিবেশ যেন বজায় থাকে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি সজাগ আছে। আমরা ইতোমধ্যে গোয়েন্দা ও পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।