নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রাজ্জাক (২৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাক চালক ইদ্রিস আলী। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকালে নাটোর শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই সুরজিত কুমার জানান, শনিবার সকালে হেলপার আব্দুর রাজ্জাকের হাতে ট্রাক চালাতে দিয়ে চালক ঘুমিয়ে পড়ে।নাটোর থেকে রাজশাহী গামী ট্রাকটি সকালে নাটোর শহরের বাইপাস সড়কের পিটিআই মোড় এলাকায় গেলে হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুর রাজ্জাক।