রংপুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভিক্ষুকের
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুরের মিঠাপুকুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর (৭৫) নামে এক ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কের বালুয়া মাসিমপুর ইউনিয়নের শাল্টির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর উপজেলার ময়েনপুর ইউপির কৃষ্ণনগর কসবা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু বক্কর ভিক্ষা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ফুলবাড়ি থেকে মিঠাপুকুরগামী একটি পিকআপ তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়লে পিকআপের সামনের অংশে আটকে পড়েন । ওই অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে প্রায় ২৫-৩০ ফুট নিয়ে যায় চালক। এমন ভয়াবহ দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিকআপসহ চালককে আটক করেন এলাকাবাসী।
মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।