বাকৃবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ ব্যুরো) :
বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যায়ে ০১ অক্টোবর ২০২১ শুক্রবার সকাল ১১.০০ টায় ঢাবি'র ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান । পরীক্ষা পরিদর্শন সময় আরো উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ.কে.এম. জাকির হোসেন, প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং ঢাবির প্রতিনিধি দল। "ক" ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করছে প্রায় ৭ হাজার ৮১২ জনশিক্ষার্থী। বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান সাংবাদিকদেরকে সকল স্বাস্থ্য বিধি মেনে সকল স্যানিটাইজেশন ও মাস্ক পরিধান নিশ্চিত করে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সঠিক ভাবে পরিচালনা করা হয়েছে। অসুস্থ পরীক্ষার্থীদের জন্য হেলথ কেয়ারের বেডে রেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা রাখা হয়েছে।
বাকৃবি ক্যাম্পাসক্যাম্পাসে এরপর ধারাবাহিক ভাবে অক্টোবরের ০২, ০৯, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে ঢাবির খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।