শিরোনাম

South east bank ad

প্রযুক্তিগত উন্নয়নের জন্য আজ থেকে পাঁচ দিন বন্ধ মার্কেন্টাইল ব্যাংকের সব সেবা

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রযুক্তিগত উন্নয়নের জন্য বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের সব ধরনের সেবা আজ শুক্রবার থেকে বন্ধ রয়েছে। আগামী পাঁচ দিন অর্থাৎ ৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন বিভাগ এ নির্দেশনা দেয়। পরে গতকাল মার্কেন্টাইল ব্যাংকও এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সব ব্যাংকিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকবে।

আজ ও আগামীকাল শুক্র ও শনিবার হওয়ায় ব্যাংকিং কার্যক্রম মূলত বন্ধ থাকবে তিন দিন। পুরো সময়ে এটিএম ও ডিজিটাল সেবাও বন্ধ থাকবে। তবে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট ও প্রি–পেইড কার্ড দিয়ে যথারীতি সব কেনাকাটা ও অন্য ব্যাংকের এটিএম বুথ দিয়ে টাকা তোলা যাবে এবং মোবাইল ব্যাংকিং মাইক্যাশ সেবা চালু থাকবে।

এর আগেও প্রযুক্তিগত উন্নয়ন ও স্থানান্তরের জন্য সেবা বন্ধ রেখেছিল ব্যাংকটি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: