টাঙ্গাইলে ধর্মীয় সংখ্যালঘু নারীর মতবিনিময় সভা
মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইলে ধর্মীয় সংখ্যালঘু নারীর উত্তরাধিকার, প্রেক্ষাপটঃ ভিশন ২০২১ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
সভায় ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাষ চন্দ্র সাহা, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলার হিন্দু ধর্মীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে সীমা রানী সাহা কে সভাপতি ও সীমা সাহা কে সাধারন সম্পাদক করে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন করা হয়।