শিরোনাম

South east bank ad

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস শেরপুরে গোলটেবিল বৈঠক

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

তথ্যের অধিকার, সুশাসনের অঙ্গিকার, তথ্যই শক্তি তথ্যই মুক্তি এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে শেরপুর ডায়বেটিক হাসপাতাল সভাকক্ষে সুশাসনের জন্য নাগরিক'র আয়োজিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার মোঃ রফিকুল ইসলাম ।

সুজন শেরপুর জেলা কমিটির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের রাষ্টবিঙ্গান বিভাগের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু , দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক খাইরুল বাশার, শেরপুর জেলা সুজন সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, এডভোকেট শক্তি পদ পাল প্রমুখ।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের এক যুগ হলেও এতে নাগরিকদের তেমন অংশগ্রহণ না থাকায় হতাশা প্রকাশ করে আইনটি সম্পর্কে আরও ব্যাপক প্রচার প্রচারণা চালানোর দাবি তোলেন। তথ্য অধিকার নিশ্চিত করা গেলে দুর্নীতি কমে আসার পাশাপাশি নাগরিকদের সেবার মান বাড়বে বলেও তারা উল্লেখ করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: