ময়মনসিংহে ডিবির হাতে চার জুয়াড়ি গ্রেফতার
মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ ) :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার জুয়াড়ি গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ত্রিশাল থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জুয়ামুক্ত জেলা গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বুধবার রাতে এসআই মোঃ জাকির হোসেন ত্রিশালের গন্ডখোলা থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় চার জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হুমায়ন কবির, বাবুল হোসেন, গোলাম মোস্তফা ও জাকির হোসেন। তারা ঐ গ্রামের বাসিন্দা বলে পুলিশ। জানায়। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।