আসন্ন দূর্গাপূজা উপলক্ষে আক্কেলপুরে আলোচনা
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
আসন্ন দূর্গাপূজা যথাযোগ্য মর্যাদায়, সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনার প্রভাব ঠেকাতে ছোট বড় সকলেই মাস্ক ব্যবহার করুন এই কথা বুকে ধারণ করে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার সকল পুজা মন্ডপে সুরক্ষা সামগ্রী বিতরণ ও আইন শৃঙ্খলা সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান,
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ রাজেন্দ প্রসাদ আগরওয়ালা, সাধারণ সম্পাদক শ্রীবাস চন্দ্র ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুর রহিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মন্টু প্রমুখ
আলোচনা সভা শেষে, উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার সকল পুজা মন্ডপে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আলোচনা সভায় ইউএনও এস.এম হাবিবুল হাসান বলেন, "ধর্ম যার যার উৎস সবার" সকল পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আশ্বাস দেন, পুজা মন্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, আইন শৃঙ্খলার কোন অবনতি ঘটবে না।