দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত
এস.এম রফিক, (দুর্গাপুর) :
”আমরা কন্যা শিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় দুর্গাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে র্যালি শেষে উপজেলা পরিষদ সোমেশ্বরী হলরুমে একাডেমিক সুপার ভাইজার মোঃ নাসির উদ্দিন’র সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান’র সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যদেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।
অতিথিদের মধ্যে সহকারী কমিশনার(ভূমি)রুয়েল সাংমা, কৃষি কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,ওসি তদন্ত মীর মাহবুবুর রহমান,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, জেন্ডার প্রমোটার মোঃ আল আমিন, শিশু শিক্ষার্থী তৃষা প্রমুখ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করা হয়।