যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা ব্যাংকের উপশাখা উদ্বোধন
ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইলে গতকাল মাতুয়াইল উপশাখা উদ্বোধন করেছে ঢাকা ব্যাংক লিমিটেড। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমরানুল হক ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে উপশাখাটি উদ্বোধন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মোহাম্মদ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় (ডিএমডি) একেএম শাহনেওয়াজ, এএমএম মইন উদ্দিন, ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের সিইও আরহাম মাসুদুল হক, চিফ এমারজিং মার্কেট অফিসার (সিইএমও) মো. মোস্তাক আহমেদ, হেড অব করপোরেট ব্যাংকিং ডিভিশন আখলাকুর রহমান এবং হেড অব সিআরএম ডিভিশন মো. আবদুল মতিন প্রমুখ।