প্রধানমন্ত্রীর জন্মদিনে ফুলবাড়িয়ায় তাঁতীলীগের আলোচনা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা তাঁতীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তাঁতীলীগের সভাপতির সভাপতিত্বে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এডভোকেট কেবিএম আমিনুল ইসলাম খাইরুল, প্রচার সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, ত্রাণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ওসমান গনি, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, যুবলীগের যুগ্ন আহ্বায়ক মুনজুরুল হক রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক।