জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে মারধর, ভাংচুর
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা চালিয়ে স্থানীয় জান্নাতুল ফেরদৌস (৬০) নামে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ ওঠেছে প্রতিপক্ষ প্রতিবেশী ফেরদৌস (৪০) ও তার লোকজনের বিরুদ্ধে। রবিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে পাঁচকাহনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
উল্লেখিত গ্রামের সুরুজ আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস জানান, প্রতিবেশী মহরম আলীর ছেলে ফেরদৌসের সঙ্গে তাদের পারিবারিক ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রবিবার সকাল ১০ টার দিকে ফেরদৌস ও তার লোকজন বৃদ্ধার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় বাঁধা দেয়ায় বৃদ্ধা জান্নাতুল কে মারধর করে আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় প্রতিবেশী লোকজন বৃদ্ধাকে ঘটনাস্থল থেকে উদ্ধার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা নারী।
এ ঘটনায় মন্তব্য জানতে ফেরদৌসের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এসময় বাড়ির লোকজনের কাছে ফেরদৌসের মোবাইল নম্বর চাইলে এতে তারা অপরাগতা প্রকাশ করেন।
গৌরীপুর অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ জমা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।