জামালপুরের পুজামন্ডপগুলো পেল এমপির সহায়তা
শামীম আলম, (জামালপুর) :
শ্বারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে জামালপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯) অক্টোবর জামালপুর সদর উপজেলা পরিষদের ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে জামালপুর শ্বারদীয় দুর্গা পুজা উদযাপন পরিষদ আয়োজন করে। জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম খানসহ প্রমুখ।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বলেন, সরকারী অনুদানের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পুজামন্ডপে ৫০০০হাজার করে টাকা ও তিনটি করে শাড়ি অনুধানের ঘোষনা দেন।