নাটোর সদর হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুন রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হঠাৎ করেই শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দেয়ায় চাপ বেড়েছে হাসপাতালে।
নাটোর সদর হাসপাতালের আরএমও ডা.আমিনুল ইসলাম জানায়, হাসতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে দুপুর পর্যন্ত ৫১ জন শিশু ভর্তি ছিল। প্রায় দ্বিগুন সংখ্যাক শিশু রোগীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়েছে তাদের। এ অবস্থায় মেঝে, বারান্দা ও করিডোরে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে শিশুদের। মৌসুম পরিবর্তনে আবহাওয়া জনিত কারণে শিশুরা ঠান্ডা জনিত এসব রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান ওই চিকিৎসক।