পঞ্চগড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স উদ্বোধন
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন একটি এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(২৯ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে পঞ্চগড় জেলা সিভিল সার্জন ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম,সদর উপজেলা নির্বাহি অফিসার আরিফ হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক সহ উপস্থিত ছিলেন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় নতুন একটি এ্যাম্বুলেন্স শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান এমপি।