ময়মনসিংহে ডিবির অভিযানে তিন গাজা ব্যবসায়ী গ্রেফতার
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে এককেজি গাজা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ত্রিশাল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত জেলা গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম মঙ্গলবার রাতে ত্রিশালে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়েরগ্রাাম চৌরাস্তা থেকে এককেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ইমরান, মোশারফ হোসেন ওরফে বাবু ও মোঃ আলমগীর। তাদের বিরুদ্ধে মাদক আইন মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।