বিশ্ব নৌ দিবস উপলক্ষ্যে নৌপরিবহন অধিদফতরের সেমিনার ৩০ সেপ্টেম্বর
বিশ্ব অর্থনীতিতে বিশেষ করে নৌখাতের অবদানকে ফোকাস করার জন্য আন্তর্জাতিক নৌ সংস্থা( INTERNATIONAL MARITIME ORGANIZATION) এবং এর সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর বিশ্ব নৌ দিবস পালন করে থাকে। বিশ্ব সংস্থার সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদফতর আগামীকাল (৩০ সেপ্টেম্বর) বিশ্ব দিবস (WORLD MARITIME DAY) ২০২১ উদযাপন করবে।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবারের দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো-নাবিকগণই নৌ ভবিষ্যতের সোপান (SEAFARERS: AT THE CORE OF SHIPPING’S FUTURE)|)।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে নৌপরিবহন অধিদফতর এক সেমিনারের আয়োজন করেছে। ঢাকায় স্থানীয় এক হোটেলে আগামীকাল এ সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, নৌপরিবহন অধিদপ্তরের নতুন অনলাইন সেবা উদ্বোধন এবং নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।
শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি সেমিনারে প্রধান অতিথি হিসেবে এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এ জেড এম জালাল উদ্দিন।