মরহুম মানিক মিয়ার স্মরণে স্পোর্টিং ক্লাবের স্মরণ সভা
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
খোয়ারপাড় শাপলাচত্ত্বর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মানিক মিয়ার স্মরণে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯টায় খোয়ারপাড় জামে মসজিদের সম্মুখে খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরকাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাগোল, খোয়ারপাড় শাপলা চত্ত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক মাষ্টার, ক্লাবের আইন উপদেষ্টা কৃষকলীগ নেতা এডভোকেট আক্রামুজ্জামান, সিনিয়র সহসভাপতি ও শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, বিএনপি নেতা মিন্টু, খোয়ারপাড় কাচাঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মোকাদ্দেস, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মফিজুর রহমান, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মহসিন, ক্রীড়া সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সাবেক কাউন্সিলর আইয়ুব আলী, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জুবায়ুদল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো: জামিল হোসেন সরকার।
সভাপতির বক্তব্যে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন বলেন, মানিক মিয়া ছিলেন সবার বিপদের বন্ধু, এ মোড়ে দূরদুরান্তের যেসব মানুষ বিপদে পড়ে আশ্রয় নিতেন, তাদের নিরাপত্তা দেয়াসহ নানাভাবে মানুষের সেবা করে গেছেন। আমরা সর্বদলীয়ভাবে খোয়ারপাড় শাপলা চত্বর স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠা করেছি। যার অন্যতম ছিলেন মরহুম মানিক মিয়া। ইতিমধ্যেই সরাবর সহায়তায় এ ক্লাবটি শেরপুরের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে পরিনত হয়েছে। আমরা সবাই জনাব মানিক মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করি।