শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় শতবর্ষী শিবমন্দির সংস্কার কাজ শুরু

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো. আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের রায়বাড়িতে শতবর্ষী শিবমন্দির সংস্কার কাজের উদ্যোগ নিয়েছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার সকালে পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার স্থানীয়দের নিয়ে কাজের উদ্বোধন করেন। এসময় সোনালী ব্যাংক কেশরগঞ্জ বাজার শাখা ব্যবস্থাপক উজ্জল দে, মন্দিরের সাধারন সম্পাদক মুকুল ধর, কোষাধ্যক্ষ প্রদিপ দে, স্থানীয় সমাজসেবক মো. রফিকুল ইসলাম, মন্দিরের পুরহিত তপন কুমার, মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা জানান, একটা সময় শিবমন্দিরের খুব জৌলস ছিল। কালের বিবর্তনে এখন অতীতের সেই জৌলস নেই। আমরা এখানে প্রার্থনা করি। এটি দীর্ঘদিন যাবত জরাজীর্ন আমাদের খুব খারাপ লাগে। এখানে সরকারী কোন সহযোগিতা নেই, নিজ উদ্যোগেই সংস্কার কাজ শুরু করেছি। বাকীটা সৃষ্টিকর্তাই ভালো জানে। তবে আমরা আশাবাদী ঐতিহ্যবাহী শিবমন্দিরটি হারানো গৌরব ফিরে পাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: