গৌরীপুরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
“তথ্য আমার অধিকার জানা আছে কি সবার, তথ্য আমার অধিকার জানতে হবে সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নিকহাত আরা, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, সাংবাদিক শাহজাহান কবীর, সহনাটি ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জিএম ফরিদি প্রমুখ।