শিরোনাম

South east bank ad

বগুড়ায় অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ উদ্ধার

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া :

বগুড়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নন্দীগ্রাম উপজেলার কাথম এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধার আনুমানিক বয়স ৬০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ।

জানা যায়, গত এক বছর আগে ওই বৃদ্ধা নন্দীগ্রাম থানার কাথম এলাকায় এসে ঘোরাফেরা করতে থাকে। দিনশেষে কাথম পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ আলীর পরিত্যক্ত টিনের বাড়ির বারান্দায় ঘুমাতো আশেপাশের লোকজনের থেকে ভিক্ষা করে খেতো এবং খুব কম কথা বার্তা বলত। তবে কোথা থেকে তিনি এসেছেন তা কেউ জানত না।

এদিকে সোমবার সন্ধ্যায় পরিত্যক্ত ওই ঘরের বারান্দায় তার নিথর দেহ দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাকে মৃত বলে বুঝতে পারে। পরে থানায় সংবাদ দিলে সোমবার রাতেই পুলিশ এসে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে।

ওসি আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনও মেলেনি। তবে পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি সিআইডি কাজ করে যাচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: