শিরোনাম

South east bank ad

আটোয়ারীতে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক চিফ মিটিং

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ মাসুদ রানা, (আটোয়ারী) :

পঞ্চগড়ের আটোয়ারীতে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক চিফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম, দি-লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল, বাংলাদেশ ও আটোয়ারী আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ চিফ মিটিংয়ের আয়োজন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত চিফ মিটিংয়ে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবন্ধীদের সামাজিক উন্নয়নে সরকারের ভুমিকা ও আমাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, মেডিকেল অফিসার ডা. সইফুজ্জামান বিপ্লব , ডা. সানোয়ার হুদা সাধন, উপজেলা সমাজ সেবা অফিসার বেগম বিলকিস আক্তার জাহান, আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই দীপেন্দ্র নাথ সিংহ। চিফ মিটিংয়ে কুষ্ঠরোগের তথ্য, কুষ্ঠরোগের চিকিৎসা, কুষ্ঠরোগে প্রতিবন্ধীতা, প্রতিবন্ধীতার তথ্য, প্রতিবন্ধীতার প্রকারভেদ, প্রতিবন্ধীতার কারন, প্রতিবন্ধীতার ধরন, বাক ও শ্রবন প্রতিবন্ধীতা, বুদ্ধি প্রতিবন্ধীতা, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে উপস্থাপন করেন টিএলএমআইবি, কমিউনিটি প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার মোঃ দেলোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন ,সংস্থার সভাপতি মোঃ জফর আলী, সদস্য মোছাঃ রুনা আক্তার প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: