শরীয়তপুর পৌরসভায় সাড়ে ৫৪ কোটির বাজেট ঘোষণা
মোঃ রোমান আকন্দ, (শরীয়তপুর) :
শরীয়তপুর পৌরসভায় ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ৫৪ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা ধরা হয়। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা হলরুমে এ বাজেট পেশ করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান।
বাজেটে নিজস্ব আয় থেকে ধরা হয় ১৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা এবং অন্যান্য উৎস থেকে ধরা হয় ৪০ কোটি ৮৫ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন- শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারী, ১নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী সহকাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা।
মেয়র বলেন, অতিরিক্ত না করে শরীয়তপুর পৌরসভার উন্নয়নের জন্য সীমিত আকারে বাজেট ঘোষণা করা হয়েছে।