রাজশাহীতে ২৩ রোগীকে সাড়ে ১২ লাখ টাকা অনুদান
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রাজশাহী মহানগরীর ২৩ জন বাসিন্দাকে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১২ লাখ টাকা অনুদান দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক আবদুল জলিল প্রধান অতিথি থেকে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম সারোয়ার জাহান। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাসিনা মমতাজ।