বাগেরহাটে হলুদ চাষে কৃষক মাঠ দিবস
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট হলুদ চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে জিকেবিএসপি কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম।
ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার দাশ, সোলায়মান মন্ডল, বিপুল পাল, কৃষক মোঃ ফেরদাউস হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, হলুদ চাষ করে অল্প খরচে অনেক বেশি আয় করা সম্ভব। ছায়াযুক্ত পতিত জমিতে হলুদ উৎপাদন হয়। ফলে যেখানে অন্য কোন ফসল সহজে হয় না সেখানেও এই কচু চাষ করা সম্ভব।