শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর জন্মদিনে ভোলায় লক্ষাধিক মানুষকে দেয়া হবে করোনার টিকা

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দেশ ব্যাপী গণটিকাদানের আওতায় ভোলায় এক লক্ষ ছয় হাজার ৫০০ মানুষকে টিকা দেয়া হবে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে ভোলার ৬৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় এ টিকাদান কর্মসূচি পালিত হবে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গড়ে দেড় হাজার মানুষকে এ টিকা দেয়া হবে।

এতথ্য নিশ্চিত করে ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হবে। এর আওতায় ভোলার ৬৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় দেড় হাজার করে সর্বমোট এক লাখ ৬ হাজার ৫০০ লোককে সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেয়া হবে। ২৫ বছর বা তার বেশী যে কোনো নাগরিক রেজিষ্ট্রেশন করে এ টিকা নিতে পারবে। প্রতিটি ইউনিয়নে একটি ওয়ার্ডের তিনটি বুথে সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হবে। দেড় হজার পূর্ণ না হওয়া পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। তবে এক মাস পর টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে স্ব স্ব উপজেলা স্থায়ী টিকাদান কেন্দ্রে। টিকা দেয়ার ক্ষেত্রে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, ও বয়স্করা অগ্রাধিকার পাবে। এবং গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের এ কেন্দ্রগুলো টিকা দেয়া হবে না। তারা উপজেলার স্থায়ী টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।

তিনি আরো জনান, ভোলায় এ পর্যন্ত তিন লাখ ৪৮ হাজার মানুষ টিকার জন্য রেজিষ্ট্রেশন করেছেন। ইতোমধ্যে প্রায় আড়াই লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। বাকী এক লাখের মধ্যে ৮০ হাজার জনকে টিকার ম্যাসেজ পাঠানো হয়েছে। এছাড়াও ভোলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: