শিরোনাম

South east bank ad

নাটোরের সিংড়ায় এএসআই সানোয়ার কর্তৃক ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর) :

নাটোরের সিংড়ায় সিংড়া থানার এএসআই সানেয়ার কর্তৃক চামারী ইউনিয়নের বিলদহর বাজারের ব্যবসায়ী ওসমান গনীকে বেদম মারপিট, আটক এবং হয়রানী মুলক মামলার প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীর স্ত্রী, কন্যা সহ স্থানীয় জনসাধারণ।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বিলদহর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতকাল রবিবার ওসমান গনির মার্কেটের মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওসমান গনির স্ত্রী আর্জিনা বেগম, জামাই জীবন হাসান, মেয়ে ফারহানা খাতুন।

ওসমান গনির স্ত্রী আর্জিনা বেগম বলেন, গত রবিবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাবার পথে আমার স্বামীকে এএসআই সানোয়ার ধরে হ্যান্ডক্যাপ পরায় সে জানায় আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছে। তখন সে বলে আমি মন্ত্রীর সাথে কথা বলেছি। তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বেধরক মারপিট করতে থাকে এবং উত্তেজিত হয়ে বলে কাউকে গোনার টাইম নাই।

ওসমান গনির মেয়ে ফাহিমা ও ফারহানা জানান, আমার আব্বার কাছ থেকে দু’দফায় ৪০ হাজার টাকা এএসআই সানোয়ার নেয়। আরো ১ লক্ষ টাকা দাবি করে আসছিলো। তবে এএসআই সানোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। তাদেরকে প্রমাণ করতে হবে।

চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা জানান, কাল এ বিষয়ে আমার পরিষদে দু’পক্ষকে মিমাংসার জন্য ডেকেছিলাম। এখানে আসার কথা ছিলো। পরে শুনি পুলিশ ধরে নিয়ে গেছে।

উল্লেখ্য গতকাল রবিবার এএসআই সানোয়ারকে মারপিট এবং আদালতের নির্দেশ অমান্য করায় ওসমান গনির বিরুদ্ধে এসআই মোজাম্মেল বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: