শিরোনাম

South east bank ad

জামালপুরে হত্যা মামলায় যাবজ্জীবন

 প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর) :

জামালপুরে ভাড়ায় যাত্রী পরিবহনকারী মোঃ আবু বক্কর ছিদ্দিক(৪৫) নামে এক মোটরসাইকেল চালককে হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত।

গতকাল রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রূপারপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের বড় ছেলে মো: আবু বক্কর ছিদ্দিক ভাড়ায় যাত্রী নিয়ে মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ২০০৯ সালের ১৮ ডিসেম্বর বিকেলে মোটরসাইকেল নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন রাতেই দুষ্কৃতকারীরা মো: আবু বক্কর ছিদ্দিককে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর-বকশীগঞ্জ-রৌমারী সড়কের চন্দ্রাবাজ গ্রামের ড্রাম ব্রীজ নামক স্থানে রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরের দিন নিহতের ছোট ভাই মোঃ হেদায়েতুল ইসলাম সাগর(২৬) বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে নিহতের খোয়া যাওয়া মোবাইলের সূত্র ধরে আসামীকে চিহ্নিত করা হয়।

গত ২০১৫ সালের ৬ জুন অভিযোগ গঠনের পর ২৪ জন স্বাক্ষীর মধ্যে ১১ জনের স্বাক্ষের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ দুপুরে জামালপুরের মিরিকপুর এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ আলম কে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন সিনিয়র দায়রা জজ মো: জুলফিকার আলী খাঁন। এছাড়াও দন্ডবিধির ৩৭৯ ধারা মতে অতিরিক্ত দুই বছর ও দন্ডবিধির ২০১ ধারা মতে আরও এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: