যুবলীগনেতা তাপস হত্যা মামলায় পৌর মেয়রসহ সকল আসামী বহাল
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
পটুয়াখালীর বাউফলে আলোচিত যুবলীগ নেতা তাপস হত্যা মামলায় পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েলসহ সকল আসামীর নাম বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত ।
বাদীর নারাজি পিটিশনের শুনানী শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আল আমিন এজাহারভুক্ত সকল আসামীর নাম অন্তুর্ভুক্ত করে মামলার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। বাদী পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান রিপন আর আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট জাহিদ হোসেন।
জানা যায়, যুবলীগ নেতা তাপস হত্যা মামলার তদন্ত করে গত ২৮ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মতিন খান ২০জন আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর মামলার বাদী পঙ্কজ দাস গত ১৯ সেপ্টেম্বর আদালতে ওই চার্জশীটের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। শুনানী শেষে আদালত চার্জশীটভুক্ত মোট ৩৬জন আসামীর নামেই মামলা পরিচালনার নির্দেশ দেন। ২০২০ সালের ২৪ মে বাউফল থানার সামনে তোরণ নির্মাণকে কেন্দ্র করে এমপি গ্রুপ ও মেয়র গ্রুপের মধ্যে সংর্ঘষে যুবলীগ নেতা তাপস ছুড়িকাহত হন। রাতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তাপসের মৃত্যু হয় । পরের দিন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলসহ মোট ৩৬জনকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ভাই পঙ্কজ দাস।
মামলার বাদী পঙ্কজ দাস বলেন, আজকে আদালতের নির্দেশ শুনে আমার ভাল লাগছে । আজ মনে হচ্ছে ন্যায় বিচার পাব।
বাদী পক্ষের অ্যাডভোকেট মনিরুল ইসলাম খান বলেন, আদেশ পেয়ে আমরা খুশি।
আসামী পক্ষের আইনজীবি জাহিদ হোসেনের মুঠোফোন কল দেয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কোন মন্তব্য করতে চাইনা।