আরএমপি পরিবারের সন্তানদের মাঝে মেধাবৃত্তি প্রদান
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২০ প্রদান করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আরএমপি সদরদপ্তরে আইজিপির পক্ষে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক এ মেধাবৃত্তি প্রদান করেন।
এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে ক্রেস্ট, সম্মাননা পত্র ও সম্মানী অর্থ প্রদান করেন এবং মেধাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন তিনি ।
বাংলাদেশ পুলিশে কর্মরত পুলিশ কর্মকর্তা/কর্মচারী ও নন-পুলিশ পরিবারের সন্তানদেও প্রতিবছর মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। আগে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান কেন্দ্রিয়ভাবে অনুষ্ঠিত হলেও এবছর বর্তমান করোনা পরিস্থিতিতে সেভাবে আয়োজন না করে সংশ্লিষ্ট ইউনিটের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত হয়। ২০২০ সালের জন্য আরএমপি হতে ২৩ জনকে মধাবৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন প্রমুখ।