ডুবে যাওয়া ট্রলারেই মিললো নিখোঁজ জেলের মরদেহ
ইকরামুল আলম, (ভোলা) :
বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ভোলার মনপুরা উপজেলার নিখোঁজ জেলে মিজানুর রহমানের লাশ ডুবে যাওয়া ট্রলারের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাতিয়ার ভাসান চর এলাকার মেঘনা নদী থেকে অর্ধডুবন্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে সেখানকার স্থানীয় জেলেরা। পরে ট্রলারের ইঞ্জিন রুমের কেবিন থেকে জেলে মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহত জেলের পরিবারের লোকজন স্পিডবোটযোগে লাশ এনে দাফন করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মালবাহী জহাজের ধাক্কায় ১১ জেলে নিয়ে মনপুরার গিয়াস উদ্দিন মাঝির মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। পরে পার্শ্ববর্তী একটি মাছ ধরার ট্রলার এদের মধ্যে ৮ জনকে জীবিত ও দুই জনের মরদেহ উদ্ধার করে।
এঘটনায় নিহতের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার ঘোষণা দেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম মিঞা।