পাথরঘাটায় টিকটকে আপত্তিকর ভিডিও ভাইরাল
এম.এস রিয়াদ, (বরগুনা) :
বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার এক সহপাঠীর বিরুদ্ধে। এ ঘটনায় পাথরঘাটা থানায় অভিযোগ করতে গিয়ে কোনো সহযোগিতা না পেয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যার হুমকি দিয়েছে।
ভুক্তভোগী ওই ছাত্রী জানান- গত বুধবার স্কুল ছুটির পর আমার ব্যাগ নিয়ে আগেই বের হয়ে যায় ওই কিশোর। পরে সেটি আনতে গেলে সে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। এ সময় তার আরেক বন্ধু গোপনে মোবাইলে ভিডিও করে এ দৃশ্য। পরে সে ভিডিও ফেসবুক ও টিকটকে ছেড়ে দেয় তারা। টিকটকে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। শুক্রবার সকালে এক প্রতিবেশী আমাকে ভিডিওটি দেখালে পরে পুরো ঘটনাটি আমার মাকে জানাই।
ভুক্তভোগী মেয়েটি আরো জানান- অনেকদিন ধরে ওই বখাটে আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। আমি রাজি না হওয়ায় জোর করে এ ধরনের ঘটনা ঘটায়। এছাড়াও বিভিন্ন সময় সে রাস্তাঘাটে গতিরোধ করে উত্ত্যক্ত করত।
ওই স্কুলছাত্রীর মা বলেন- বখাটে বিভিন্ন সময় মেয়েকে উত্ত্যক্ত করত। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি বিচার করবেন বলে জানান। শুক্রবার রাতে বিষয়টি পাথরঘাটা থানার ওসি আবুল বাশারকে জানিয়ে মামলার কথা বলি। কিন্তু তিনি কালক্ষেপণ করে আমাদের বসিয়ে রেখে পরদিন আসার জন্য বলেন।
তিনি আরও বলেন- এ ঘটনায় আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। এ অবস্থায় পুলিশের সহায়তা না পেলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কলঙ্ক নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো।
ওই স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন- স্কুল গেটের বাইরে এ ধরনের একটি আপত্তিকর ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে ওই কিশোরের পরিবারকে জানানো হলেও তাকে হাজির করতে পারেননি স্বজনরা।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান- রাতে ওই স্কুলছাত্রী ও তার মা থানায় এসে বিষয়টি আমাকে জানিয়ে গেছেন। তারা মামলা করার জন্য আসেননি। কেবল মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।