নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরে সড়ক দুর্ঘটনায় কোরবান আলী (৪৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকেলক্ষীপুর হতে হয়বতপুর বাজারে যাওয়ার সময় হয়বতপুর গোলাম ছিনিয়া ফাজিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার দিয়ার সাতুরিয়া গ্ৰামের আব্দুল জলিল সরদারের ছেলে।
পুলিশ জানায়, আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার দিয়ার সাতুরিয়া গ্ৰামের কোরবান আলী নিজে ভ্যান চালিয়ে লক্ষীপুর হতে হয়বতপুর বাজারে যাওয়ার সময় হয়বতপুর গোলাম সিনিয়ার ফাজিল মাদ্রাসার সামনে পৌঁছামাত্র ভ্যানের সিট ভেঙ্গে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ভ্যান চালক কোরবান আলী গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়রা পরবর্তীতে কোরবান আলীর মরদেহ নিজ বাড়িতে নিয়ে যায়।