সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত
এস.এম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বাদ আসার জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ ও জালাল সেনা পরিষদের আয়োজনে তার বাসভবনের সামনে কবরের পাশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালাল সেনা পরিষদের আহবায়ক আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর মো. আল আমিন, আওয়ামীলীগ নেতা জাকির ভুইয়া প্রমুখ।
উল্লেখ্য যে,২০১২ সালের এই দিনে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার নিজ বাসভবনে গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন। এই হত্যা মামলার প্রকৃত রহস্য এখনো উদঘাটন হয়নি।