শিরোনাম

South east bank ad

ভোলায় এক ইলিশের দাম চার হাজার টাকা

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

ভোলা সদর উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১০০গ্রাম ওজনের ইলিশ মাছ। শনিবার দুপুরে ইলিশ মাছটি বরিশালের মাছের আড়তে চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছটি ধরা পড়েছে উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে। পরে মাছটি সকালে সদর উপজেলার তুলাতুলি মাছঘাটে নিয়ে আসলে সেখানের নাছির উদ্দীন নান্নু মিয়ার গদিতে ডাকে মাছটি তিন হাজার ২০০ টাকা দিয়ে কিনেন কামাল বেপারী।

তুলাতুলি মাছ ঘাটের আড়তদার মো. মঞ্জু জানান, শুক্রবার দিবাগত রাতে মেঘনা নদীতে কাচিয়া মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পরে মাছটি তুলাতুলি ঘাটে নিয়ে আসলে সেখানকার কামাল বেপারী মাছ তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশাল পাঠায়। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম বলেন, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় ওঠে আসছে। এর কারনেই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: