মদনে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
গত ১৫ সেপ্টেম্বর জিপু, রুবেল ও তরুণ গং কর্তৃক নেত্রকোণা জেলা প্রেসক্লাবে ১২ পরিবার অবরুদ্ধ ও ১২ লক্ষ টাকা চাঁদা দাবীর বিষয়ে জেলার গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বাজার কমিটির সভাপতি ও কমিটির বিরুদ্ধে অসত্য সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান।
দুপুরে গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণার মদন উপজেলায় ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়ন স্কুল কমিটির সভাপতি মোঃ কাজল মিয়া, ৪নং গোবিন্দ শ্রী ইউনিয়নের চেয়াম্যান একেএম নুরুল ইসলাম ছদ্দু মিয়া, বাজার কমিটির সভাপতি ছোটন তালুকদারসহ স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।