শিরোনাম

South east bank ad

শেখ হেলালের জনসভায় বোমা হামলার বিচার হয়নি ২০ বছরেও

 প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি

বিগত ২০ বছরেও বিচার হয়নি শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বর্বরোচিত বোমা হামলার। ২০০১ সালের ২৩ সেপেটম্বর বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরের খলিলুর রহমান কলেজ মাঠে বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বর্বরোচিত বোমা হামলা হয়। সেদিন শেখ হেলাল উদ্দিন জনসভাস্থলে যাওয়ার জন্য কলেজ গেটে ঢুকতেই গেটের পাশে পুতেরাখা শক্তিশালী বোমা বিস্ফোরনে ৯ জন নিহত ও শেখ হেলালসহ অর্ধ শতাধিক লোক আহত হয়। বোমার আঘাতে নিহত ও গুরুতর আহতদের শরীরের বিভিন্ন অংগ ছিন্নবিছিন্ন হয়ে যায়। এখনও বোমার স্প্রিন্টাল শরীরে নিয়ে বয়ে বেড়াচ্ছে অনেকে। ঘটনার পর ২০ বছর কেটে গেলেও আজও বিচার কাজ শেষ হয়নি এ ঘটনায় দায়ের করা মামলার।

ঘটনার পরেরদিন ২৪ সেপেটম্বর মোল্লাহাট থানায় তৎকালিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী জিয়াউল ইসলাম পান্না বাদী হয়ে ১৬৯ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি বিস্ফোরক দ্রব্য ও হত্যা সংক্রান্ত হওয়ায় পরবর্তীতে উক্ত মামলা থেকে একটি বিস্ফোরক দ্রব্য আইনে ও একটি হত্যা মামলায় রুপান্তরিত হয়। মামলা ২টি তদন্ত শেষে দীর্ঘ ১৩ বছর পর ২০১৩ সালের ১২ আগষ্ট পুলিশ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয়। চার্জশীটভূক্ত আসামীরা হলেন, শিকদার বাদশা মিয়া, জিল্লুর রহমান, মুফতি আ. হান্নান, আনিছুজ্জামান, আবু তালেব ও হাফেজ মো. রকিব হাসান। এদের মধ্যে পরবর্তীতে আবু তালেব ও হাফেজ মো রকিব হাসান মারা যাওয়ায় তাদের নাম বাদ দিয়ে ২০১৪ সালের ১৪ অক্টোবর বাকি ৪ জনের বিরুদ্ধে সিআইডি যশোর জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আদালতে সম্পুরক চার্জশীট জমা দেন। মামলা দুটি বাগেরহাটের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলী হয়ে (এসটিসি ৫১/১৪ ও এসসি ৪০৭/১৪) বিচারাধীন আছে। মামলার চার্জ গঠনের সময় রাষ্ট্রপক্ষ মামলাটি পুনঃতদন্তের জন্য আবেদন করলে এ বিষয় শুনানী হয়ে আদেশের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য আছে। এভাবেই কেটে গেছে দীর্ঘ ২০ টি বছর । বিচার শেষ হয়নি আজও।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া হেমাতে উদ্দিন বলেন, শেখ হেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে তার নির্বাচনী জনসভায় বর্বরোচিত এ হামলা করা হয়েছিলো। এ বোমা হামলার জন্য ৭১ এর স্বাধীনতা বিরোধী, ৭৫ এর খুনি চক্র ও মৌলবাদীদের দায়ি করে তিনি এ বোমা হামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ।

বাগেরহাট জজকোর্টের সরকারী কৌশলী (পিপি) শেখ মোহাম্মদ আলী বলেন, মামলাটি বিএনপি-জামাত জোট সরকারের আমলে তদন্ত হওয়ায় চার্জশীটে নানা ত্রুটি থাকায় মামলাটি পুনঃতদন্ত চাওয়া হয়েছে, পুনঃতদন্ত বিষয় শুনানী শেষে আদেশের জন্য দিন নির্ধারন হলেও করোনা ও কোর্ট আইনজীবীরা বর্জন করায় এবং এখনও বর্জন চলায় মামলাটির আদেশ পেতে বিলম্ব হচ্ছে। আশাকরি দ্রুত মামলাটি নিস্পত্তি হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: