বগুড়ায় করোনায় মৃত্যুহীন দিন শনাক্তের হার ৪ শতাংশ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
করোনায় মৃত্যহীন দিন পেলো বগুড়া। করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় এ জেলার বিভিন্ন হাসপাতালে বগুড়া এবং বাইরের জেলার কেউ মারা যাননি। এর আগে ৩ দিন করোনায় কোন মৃত্যু ছিল না। নতুন করে বগুড়ায় কেউ মারা না যাওয়ায় গত বৃহস্পতিবার করোনায় মোট মৃত্যু যা ছিল অর্থাৎ ৬৮৩ জনই আছে।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২৫৩ নমুনায় আরও ১১ জন করোনাা শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ৩৪ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০ জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মোট করোনায় সুস্থ রোগী সংখ্যা ২০ হাজার ৭২১ জন।
এছাড়া বৃহস্পতিবার মোট ২৫৩টি নমুনার ফলাফল এসেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলার বিভিন্ন হাসপাতলে করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন ৯০ জন। এর মধ্যে মোহাম্মদ আলী হাসপাতলে ভর্তি আছেন ৪৪ জন, শজিমেক হাসপাতলে ভর্তি আছেন ৩৭ জন টিএমএসএস হাসপাতালে ভর্তি আছেন ৯জন। নতুন আক্রান্ত ১১ জনের মধ্যে সদরে ১০ বাকি একজন শাজাহানপুরের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৭২১ জন এবং ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।