ফুলবাড়িয়ায় শিক্ষক কর্মচারী কো অপারেটিভ লি: নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করেন ফরহাদ
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান কমিটির সেক্রেটারী, মন্ডলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফরহাদ হোসেন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। গতকাল বুধবার মনোনয়ন পত্র বিতরণের শেষদিনে নির্বাচন কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান এর কাছ থেকে তিনি এ ফরম উত্তোলন করেন। এ সময় নির্বাচন কমিটির সদস্য তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন, সেক্রেটারি পদে ২জন ও ডিরেক্টর পদে ৫জন মনোনয়ন পত্র উত্তোলন করেন।
এর আগে ১২সেপ্টেম্বর (রবিবার) বিকালে নির্বাচন কমিটির সভাপতি মো: হাবিবুর রহমান তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ অক্টোবর ফুলবাড়িয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।