শিরোনাম

South east bank ad

রাজশাহীতে অপহৃত দুই বোন উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহীতে অপহরণের শিকার দুই বোনকে উদ্ধার করেছে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। বুধবার (২২ সেপ্টেম্বর) কাটাখালি থানার কাপাশিয়া পালপাড়া ঢালন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত মো. মোহর আলী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোহর আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সপুরা গ্রামের মো.আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্র জানায়- গত ১৪ সেপ্টেম্বর দুই বোন নিখোঁজের ঘটনায় নগরীর কাশিয়াডাঙ্গা থানায় জিডি করেন ভুক্তভোগীর ভাই মো. সুমন মিয়া। জিডিতে উল্লেখ করা হয়- তার বোন মোসা. রোকিয়া বেগম (ছদ্মনাম) (২২) স্বামীর সাথে মনোমালিন্যের জেরে তাদের বাড়িতে প্রায় ৩ মাস যাবৎ বসবাস করছিলো। ওইদিনই তারা নিখোঁজ হয়। এই জিডির পরিপ্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামের নির্দেশে অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম সমুন আলীর নিখোঁজ দুই বোনকে উদ্ধারে অভিযানে নামে। এরপর বুধবার কাটাখালি থানার কাপাশিয়া পালপাড়া ঢালন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটাখালী থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে আসামী মো. মোহর আলীকে গেপ্তার করে এবং ভিকটিম মোসা. রোকিয়া বেগম ও তার বোনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম জিজ্ঞাসাবাদে জানায়, গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টায় আদাড়িয়া পাড়া মোড় হতে আসামী মো. মোহর আলী বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপরহরণ করে। অপহরণ করার সময় তার সাথে ছোট বোন থাকায় তাকেও নিয়ে যায়।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘জিডিটি অপহরণ মামলা আকারে রেকর্ড করা হয়েছে। সেই মামলায় আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপহরণের শিকার দুই বোনকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: