নাটোরে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যুবকের মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের লালপুরে বড়াল ব্রীজ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বড়াল নদীর ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই যুবক পায়ে হেঁটে বড়াল রেল ব্রীজ পার হচ্ছিলেন।এসময় নাটোর থেকে রাজশাহী গামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন যুবকটিকে ধাক্কা দিয়ে ব্রীজ অতিক্রম করে চলে যায়। ট্রেনের ধাক্কায় যুবকটি বড়াল নদীতে পড়ে কাদায় গেঁথে যায়। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ইনচার্জ গোপাল চন্দ্র জানিয়েছেন, লোকাল থানা পুলিশ বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানালে তারা ব্যবস্থা নেবে।