শিরোনাম

South east bank ad

ভোলায় পাথর বোঝাই জাহাজ ডুবি, চার শ্রমিক জীবিত উদ্ধার

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ইকরামুল আলম, (ভোলা) :

ভোলার মেঘনা নদীতে তীব্র স্রোত ও ঢেউয়ের তোরে পাথর বোঝাই এম ভি বনশ্রী-২ নামের একটি জাহাজ ডুবে গেছে। এসময় জাহাজে থাকা মাঝিসহ চার শ্রমিককে উদ্ধড় করেছে স্থানীয়রা।

উদ্ধারকৃতরা হলেন জাহাজের মালিক ও মাঝি মো. সাইফুল ইসলাম (৪০), শ্রমিক উজ্জল (৩৫), শফিক (২৫) ও রাব্বি (২০)। এদের সকলের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দীঘির পার এলাকায়। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীর রামদাসপুর চ্যানেলে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজের মালিক মো. সাইফুল ইসলাম জানান, গত শনিবার সিলেট থেকে আট হাজার ঘনফুট পাথর নিয়ে তিনজন শ্রমিকসহ বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। দুই দিনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোমাবার দুপুরের দিকে ভোলার রামদাসপুর চ্যানেলে পৌঁছলে তীব্র স্রোত ও ঢেউয়ের তোরে তাদের জাহাজটি ডুবে যায়। এসময় তারা শত চেষ্টা করেও জাহাজটিকে বাঁচাতে পারেনি। পরে তারা সাঁতার কেটে নদীতে থাকা জেলেদের ট্রলারে উঠে প্রাণে রক্ষা পায়।

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: